সেন যুগের রাজত্বকালে বাংলার রাজা লক্ষণ সেনের রাজ সভার অন্যতম সভাকবি জয়দেব গোস্বামী।বৈষ্ণব আন্দোলনের বিখ্যাত রচনা গীত গবিন্দ কবি জয়দেবের অমূল্য রচনা।অবিভক্ত ভারতের সুখ্যাত এ কবি দ্বাদশ শতাব্দীতে জয়পুরহাট সদর উপজেলার কেন্দুইল গ্রামে জন্ম গ্রহণ করেন। অনেক ঐতিহাসিকের মতে কবি জয়দেব ভারতের বীরভম জেলার কেন্দু বিল্য গ্রামে জন্ম গ্রহণ করলেও এখানে এসে বসবাস করতেন। এখানে জয়দেবের ভিটানামে ধ্বংসাবশেষ বিদ্যমান।